Chipping in for the first time for TwoDui : Chitra |
CHICKEN! EGG! CHICKEN! EGG! CHICKEN! EGG! NO…LEMON, NOW MOVE.
They said something and they got offended. But how dare they get offended, that’s like…you know…offensive! Clearly oblivious of which way the scale was tipping, a pretentious chap took offense too. Now, his offense offended a funny guy rather offensively. SHUT UP were the first words uttered by this crusader of free speech! Then many more offensive open letters were exchanged from both sides, with the intent to offend.
In the middle of this maddening lib fest, one person made perfect sense. Rakhi Sawant!!
“This is chitting! Karan Johar is my best friend and that’s NOT his voice. Dubbed hai ye…dubbed hai!”
That’s it. She just closed the case, for all of us with our 2 penny worth of opinion on freedom of expression. Let’s move on with our lives now; shall we?
**
Souvik Writes :
"Oh, so you are the <beeping> retard she had met huh?
What the <beep> do you think you are doing here around our house?
Who the <beep> do you think you are?
I am so <beeping> angry that I can <beep> you right here in front of <beeping> everyone. Do you <beeping> get it?
Huh? Huh?
What's your <beeping> address man? Let me <beep> you tonight at your <beeping> place.
<beep>
Thank your stars I am not able to use the actual words and I am just saying <beep> and <beeping>. I do not want you to be offended. Let me tell you that <beep> is a noun and <beeping> is a verb. Don't know which <beeping> school you went to. You know what they mean right? Huh? Huh? You know right? <Beeping> say it you <beep>
Ok Mom is calling, I gotta go. You stay the <beep> away from our house."
**
Tanmay Writes:
কৈশোরে প্রথম পা রাখা? বয়স মেপে হয়নি। প্রথম প্রেমের হিসেবে হয়নি। এমনকি প্রথম সিগারেটের টানেও নয়। শালা সম্বোধন আয়ত্ত করার মধ্যে দিয়ে সেই প্রথম কৈশোরে ল্যান্ড করা। সেই প্রথম হাবভাবে প্রবল জেল্লা, স্যাটাস্যাট “ধুর শালা” বলে সিংহনাদের আমেজ উপভোগ করতে শুরু করেছি। সে সব রঙিন কলার তোলা কেশর দোলানো স্মৃতি।
কৈশোর থেকে যৌবনের পিচ্ছিল রাস্তা ড্যাংড্যাং করে গড়িয়ে গড়িয়ে আসতে গিয়ে এ বান্দা রোলিং স্টোন হয়েও খিস্তির শ্যাওলা যথেচ্ছ গায়ে মেখেছে। নিজের অজান্তেই ‘শালা’র গায়ে মেদ জমে জমে ঠোঁটের ডগার খিস্তির আকার বোকা-স্তর ছুঁয়েছে। ইংরেজি রোয়াব লেগেছে, হোয়াট দ্য চিচিং ফাঁক গোছের ঢেঁকুর অনবরত চালাচালি হচ্ছে। ইস্ট বেঙ্গল –মোহনবাগান ম্যাচে গ্যালারি আলো করা খিস্তির প্লাবনে নিজের মত করে খান দুয়েক বিষ মাখা খাল খিঁচে নেওয়া খিস্তি আমি ছেড়েছি এক বুক আগুন দিয়ে। ওদিকে সেবার গ্রেগ চ্যাপেলের ছবি টিভিতে ভেসে ওঠার সঙ্গে সঙ্গেই ছোটমামা বলে উঠলে “হতভাগা চ্যাপেল” আর আমি মোমেন্টাম রুখতে না পেরে ছোটমামার এন্থু কে কাত করে হুংকার ছাড়লাম “ঢ্যামনা চ্যাপেল”। তারপর আমার সে কী লজ্জা আর ছোটমামার সে কী নার্ভাসনেস। মামা আমার সাথে ক্রিকেট দেখা প্রায় ছেড়েই দিয়েছিল।
তো মোদ্দা হচ্ছে খিস্তি অতি উপাদেয়। বিশেষত আপন মাতৃ ভাষায় দুদ্দাড় খিস্তি ডেলিভার করতে পারলে লাংস বল পায়, আত্মা তৃপ্তি পায়!
কিন্তু। খিস্তির কারখানা হয়ে আর যাই হোক দেবত্ব লাভ সম্ভব নয়। খিস্তিতে কবিতা লিখতে পারলে তবেই উত্তরণ। আর খিস্তিতে কবিতা রচনা করে গেছেন একজনই। শ্রী শ্রী ক্যাপ্টেন হ্যাডক। “দুনিয়ার সব ব্যাটাকে হে মা জননী, রেখেছ খিস্তিবাজ করে, হ্যাডক করনি”।
মা গো, আমায় ব্লু-ব্লিস্টারিং-বারনাক্ল করে রেখো মা, এ শালার পাতি স্কেলের জীবন আর সয় না।