Tuesday, April 7, 2015

Sarcasm



Guest Author this time : Kinchit Dave

Sarcasm 1:

“It’s sarcasm, Mate.”

“Sarcasm?”

It means that you aren't actually saying what you mean, but people will get your point...

“Well, I’m sure it’s a good thing.”

“There you go, you got it.”

“Got what?”

“Sarcasm.”

“No, I meant it.”

“Sure you did.”

“Is that sarcasm?”

“Irony, I think.”

“What’s the difference?”

“I haven’t the slightest idea.”

“So you’re being ironic now, right?”

“No, I really don’t know...”

“May be you should... ”

“Now you've got it.”

“What?”

“Sarcasm.”


Souvik Writes:

Sarcasm 2:

<Beginning of story>

Once upon a time there lived a sarcastic man
He lived for 100 years

<End of story>

Monday, March 2, 2015

The Offensives, The Beeps & The Expletives

Chipping in for the first time for TwoDui : Chitra

CHICKEN! EGG! CHICKEN! EGG! CHICKEN! EGG! NO…LEMON, NOW MOVE.



They said something and they got offended. But how dare they get offended, that’s like…you know…offensive! Clearly oblivious of which way the scale was tipping, a pretentious chap took offense too. Now, his offense offended a funny guy rather offensively.  SHUT UP were the first words uttered by this crusader of free speech! Then many more offensive open letters were exchanged from both sides, with the intent to offend.

In the middle of this maddening lib fest, one person made perfect sense. Rakhi Sawant!!

“This is chitting! Karan Johar is my best friend and that’s NOT his voice. Dubbed hai ye…dubbed hai!”

That’s it. She just closed the case, for all of us with our 2 penny worth of opinion on freedom of expression.  Let’s move on with our lives now; shall we?

**

Souvik Writes :




"Oh, so you are the <beeping> retard she had met huh?
What the <beep> do you think you are doing here around our house?
Who the <beep> do you think you are?
I am so <beeping> angry that I can <beep> you right here in front of <beeping> everyone. Do you <beeping> get it?
Huh? Huh?

What's your <beeping> address man? Let me <beep> you tonight at your <beeping> place.
<beep>

Thank your stars I am not able to use the actual words and I am just saying <beep> and <beeping>. I do not want you to be offended. Let me tell you that <beep> is a noun and <beeping> is a verb. Don't know which <beeping> school you went to. You know what they mean right? Huh? Huh? You know right? <Beeping> say it you <beep>

Ok Mom is calling, I gotta go. You stay the <beep> away from our house."

**



Tanmay Writes: 


কৈশোরে প্রথম পা রাখা? বয়স মেপে হয়নি। প্রথম প্রেমের হিসেবে হয়নি। এমনকি প্রথম সিগারেটের টানেও নয়। শালা সম্বোধন আয়ত্ত করার মধ্যে দিয়ে সেই প্রথম কৈশোরে ল্যান্ড করা। সেই প্রথম হাবভাবে প্রবল জেল্লা, স্যাটাস্যাট “ধুর শালা” বলে সিংহনাদের আমেজ উপভোগ করতে শুরু করেছি। সে সব রঙিন কলার তোলা কেশর দোলানো স্মৃতি। 
কৈশোর থেকে যৌবনের পিচ্ছিল রাস্তা ড্যাংড্যাং করে গড়িয়ে গড়িয়ে আসতে গিয়ে এ বান্দা রোলিং স্টোন হয়েও খিস্তির শ্যাওলা যথেচ্ছ গায়ে মেখেছে। নিজের অজান্তেই ‘শালা’র গায়ে মেদ জমে জমে ঠোঁটের ডগার খিস্তির আকার বোকা-স্তর ছুঁয়েছে। ইংরেজি রোয়াব লেগেছে, হোয়াট দ্য চিচিং ফাঁক গোছের ঢেঁকুর অনবরত চালাচালি হচ্ছে। ইস্ট বেঙ্গল –মোহনবাগান ম্যাচে গ্যালারি আলো করা খিস্তির প্লাবনে নিজের মত করে খান দুয়েক বিষ মাখা খাল খিঁচে নেওয়া খিস্তি আমি ছেড়েছি এক বুক আগুন দিয়ে। ওদিকে সেবার গ্রেগ চ্যাপেলের ছবি টিভিতে ভেসে ওঠার সঙ্গে সঙ্গেই ছোটমামা বলে উঠলে “হতভাগা চ্যাপেল” আর আমি মোমেন্টাম রুখতে না পেরে ছোটমামার এন্‌থু কে কাত করে হুংকার ছাড়লাম “ঢ্যামনা চ্যাপেল”। তারপর আমার সে কী লজ্জা আর ছোটমামার সে কী নার্ভাসনেস। মামা আমার সাথে ক্রিকেট দেখা প্রায় ছেড়েই দিয়েছিল। 
তো মোদ্দা হচ্ছে খিস্তি অতি উপাদেয়। বিশেষত আপন মাতৃ ভাষায় দুদ্দাড় খিস্তি ডেলিভার করতে পারলে লাংস বল পায়, আত্মা তৃপ্তি পায়! 

কিন্তু। খিস্তির কারখানা হয়ে আর যাই হোক দেবত্ব লাভ সম্ভব নয়। খিস্তিতে কবিতা লিখতে পারলে তবেই উত্তরণ। আর খিস্তিতে কবিতা রচনা করে গেছেন একজনই। শ্রী শ্রী ক্যাপ্টেন হ্যাডক। “দুনিয়ার সব ব্যাটাকে হে মা জননী, রেখেছ খিস্তিবাজ করে, হ্যাডক করনি”। 
মা গো, আমায় ব্লু-ব্লিস্টারিং-বারনাক্‌ল করে রেখো মা, এ শালার পাতি স্কেলের জীবন আর সয় না।   
    


Friday, February 6, 2015

Quite Good / বেশ ভালো

"You don't look so bad on your Facebook profile pic."
"Excuse me..?"
"Yeah, you don't look so bad there. You look like a happy go lucky guy. I mean I thought you would be different.
"What do you mean different?"
" I mean I thought you will have more chest hair."
"Huh?"
"haha, just kidding man..You should look at your face"

Pause....

"So my face..umm is not attractive?"
"I was kidding Abhishek. There's nothing wrong with your face. But look at your face now. Haha.."

Pause....

"Are you okay?..God.. What's wrong with men these days? They have become so sentimental creatures. What's your sun sign man?"
"Cancer"
" Yeah, I figured. You emotional wreck. You must be a June person for all I know. July cancerians are a bit different. Wait are you crying? 
"No".

Pause....

Shalini checks her phone, gets a call, says there's an emergency at home and leaves.

Abhishek tweets, "Three down, four to go, bring it on Dad."

Shalini replies after an hour, "Quite Good You Son Of A Gun".

***


বিকেলের ব্যালকনি। ঝিমঝিমে বৃষ্টি মাখা হাওয়া। পুরনো খবরের কাগজের কোনে হঠাৎ নজরে আসা মিচকি হাসির খবর। এক বাটি ঝাল-মিষ্টি চানাচুর। গুনগুনে শ্যামল মিত্তির। বেতের চেয়ারে হেলান। পরনের বেগুনী বাটিক ফতুয়ার দু’টো বোতাম খোলা। ঢলা পাজামা। কোলে পেতে রাখা ভাঁজ করা বাঁটুল দি গ্রেট।  ভালো। 


রাতের ছাদ। জানুয়ারির শুরুর দিকে। গায়ে জড়ানো মায়ের শাল। রেডিওতে তুম পুকার লো, তুমহারা ইন্তেজার হ্যায়। ইতিউতি পায়চারি। হাওয়াই চটি ছাতের এক কোণে যত্ন করে খুলে রাখা। খানিক পরে মাদুরের ওপর এসে লেপটে বসা। অসময়ের কফির কাপ। হঠাৎ  জ্বেলে নেওয়া মোমবাতি। সে আলোয় শঙ্খ ঘোষ; “তোমার কোনো ধর্ম নেই, শুধু  শিকড় দিয়ে আঁকড়ে ধরা ছাড়া  /তোমার কোনো ধর্ম নেই, শুধু বুকে কুঠার সইতে পারা ছাড়া”।  বেশ। বেশ ভালো। 

Thursday, February 5, 2015

Microwave / মাইক্রোওয়েভ

"So can it make a sandwich for me in the morning?"


"No No, it can't". It can heat it to the max though."

"Achcha, toh in the evening then?"

"No Sir, it won't".

"Ok Ok, so can it make hot water for a shower in a cold day?"

"Why won't you get a geyser for that?

"Hmm, how about black coffee? I prefer it with breakfast you know. Can it at least boil eggs 
for me and toast two slices of bread? And can it serve all of it at sharp 7:30 am?"

"Sir I think you are confusing this with something else".

"No No, I am certain. I had read the features and description correctly and moreover I saw the same features and read about them in the northern part of our country in a popular newspaper. Plus I have a lot of options there."

"Sir, these features on display are about a Microwave".

"Oh Ok, which caste?"

*** 

প্রেমিকার সাথে দেখা? ডেট? আগুন স্পর্শী ব্যাপার হতে হবে। গনগনে ব্যাপার হতে হবে। তবে না প্রেম। সেনসুয়াস সুড়সুড়ি থাকবে। হৃদয় টগবগ করে ফুটবে। তবে না ডেট?

ডেটে কোথায় যাবেন? যেখানে তাপ আছে, ফোস্কা আছে, ছ্যাঁকা আছে।

শ্রেষ্ঠ ডেট স্থান? নলবন। এক্কেবারে গনগনে কয়লার উনুন। এত বড় যে দু’শো জনের জন্যে পাঁঠার ঝোলের কড়াই চাপানো যেতে পারে। ঝপাৎ ঝপ প্রেম। টগবগ করে ছাতার আড়ালে চুমু ফুটবে। জগঝম্প ব্যাপার।

সেকেন্ড বেস্ট? কলেজ স্ট্রিটের দেলখোশা বা গড়িয়াহাটের সাউথ পোলের সবুজ পর্দা ঢাকা কাঠের কেবিন। সুড়সুড়ে গ্যাসের নীল আগুন। আহা। আঙুলে আঙুলে আদুরে প্রেম।

নন্দন বা কফি হাউসে চলতে পারে আঁতেল প্রেম। তবে তার স্ট্যাটাস পাম্প দেওয়া স্টোভের বেশি নয়। চা বানানো চলতে পারে, ডিম সেদ্ধ চলতে পারে, ওইটুকুই।

আর আধুনিক ক্যাফে কফি ডে? মাইক্রোওয়েভ। তাপ আছে, আগুন নেই। চোখাচোখির উষ্ণতাটুকুই সার, জাপটে ধরার আগুনটা মিসিং।  

Friday, January 2, 2015

Purple / পার্প্‌ল



"I'm feeling purple. I have been feeling it for the past couple of weeks now".

"Hmm...Let's shop some curtains, some tops for you, and may be a lamp for our living room? How about I pick you up after work today?"

"Purple makes me tickle. It makes me work more you know. You won't believe even my offer letter was in a purple box".

"Hmm..Looks like you have a deep connection with Purple".

"Umm, Yes, it just makes me feel.....

"I'm getting another call, I will call you back".

**
ইংরেজিতে পার্প্‌ল। বাংলায় কী? ময়ূরপঙ্খী ? লালচে বেগুনী?

অথবা কোনটাই না।

পার্প্‌ল মানে নাইট রাইডার।

নাইট রাইডার মানে কলকাতার ক্রিকেট।

কলকাতার ক্রিকেট মানে উৎসব।

উৎসব মানে আনন্দ।

আনন্দ মানে উদ্দাম নাচন-কোঁদন।

নাচন-কোঁদন মানে ইডেনে সংবর্ধনা।

ইডেনে সংবর্ধনা মানে বেপরোয়া পুলিশে লাঠি।

পুলিশে লাঠি মানে শাহরুখি-ক্রিকেট ভক্তর পিঠে দগদগে দাগ।

পিঠে আঘাতের দাগের রঙ পার্প্‌ল। 

Tuesday, December 23, 2014

OK / ওকে



Come tomorrow Ok? 
Same time. Same place. 
No, wait not the same place. He may be there. 
Come over there..a few steps away from the paanipuri wala..that place where I found you smoking the first day. 
Yes, yes that’s the place where you were waiting for me when I was pretending to be loyal to my boyfriend. 
Correct. That place. Yes it’s the same place. Yes, that’s where I usually lie. 
Yeah, I kinda pretend first, then I lie, then I get over it and change the topic..and then it’s all ok. 
It’s perfectly ok. Arrey, I am telling you naa.. It’s all ok...Are you ok?

**


ওকে বলো ও.কে. বললেই সমস্ত ঠিক আছে এমনটি নয়। সাহেবের ওকে’র তেজ আর বাঙালির ওকের তেজ এক নয়। সাহেবের ওকে মশাল, বাঙালির ওকে পিদিম। সাহেবের ওকে তরবারি, বাঙালির ওকে খুন্তি। সাহবের ওকে জলভরা সন্দেশ, বাঙালির ওকে নকুলদানা। টেক্সচারে ফারাক রয়েছে। সাহেব ওকে বললে মানে বিলকুল ঠিক, বাঙালির ওকেতে সন্দিহান ঠিক রয়েছে। তফাৎ ইজ দেয়ার।

“আই অ্যাম ওকে, বাট ললিতা, ওকে আজ চলে যেতে বল না”। এই হল বাঙালির ওকের উচ্চতা।

“হ্যালো মা! চিন্তা করো না! হ্যাঁ। আমি। আরে অ্যাম ওকে! কেন যে এত চিন্তা কর! এ সামান্য দু’দিনের শরীর খারাপ। আলসার। ডাক্তার বলছে মাস খানেক রেস্ট্রিকশনে থাকলেই সব ঠিক হয়ে যাবে”, নির্দয় বায়প্সি রিপোর্ট হাতে ফোনের ওপার পুত্রের স্নেহময় আকুতি। হি ইজ নট ওকে ইউ নো।

Friday, December 19, 2014

Random / এলোপাথাড়ি


A man walks into CCD
Somewhere a missile misses it’s target
A little girl cries as she is up from sleep early
A 70 year old learns how to use Facebook
A 19 year old’s college application gets rejected
A job offer goes to the wrong person
A cricketer hits a century
Someone’s heart breaks
A dog chases a thief
A bank gets a new manager
A village sees light for the first time
A waiter gets his tip
The planet is saved

**

এলোপাথাড়ির ভাবনারা ভালো। এলোপাথাড়ি চুমুরা সরেস। এলোপাথাড়ি ক্রস ব্যাটের শট যদি খাপেখাপ পড়ে তবে তাও বেশ। এমন কি ওই যে এলোপাথাড়ি আড্ডার গপ্প? কেমন চমৎকার। সরল এলোপাথাড়ি খিস্তিতে বুক হালকা হয়। এলোপাথাড়ি বেসুরো সুরে গমগমে বাথরুমের চেয়ে বড় জলসা আর হয় না। ছন্দ এলোপাথাড়ি হয়ে পড়লে নাকি কবিতারা আধুনিক হয়। মদের আসরে এলোপাথাড়ি পেগ; নাজুক। শান্তির থালা থেকে তুলে আনা ভাত-ডাল চটকানো এলোপাথাড়ি দলাগুলো; আদর আর কাকে বলে।
কিন্তু এ দুনিয়ার সমস্ত ভালোবাসাটুকুর সঙ্গে আমরা কত সহজে গদ্দারি করতে পারি; কত সহজে এলোপাথাড়ি গুলিরা ছড়িয়ে পড়ে স্কুলের আনাচে কানাচে।