Tuesday, December 23, 2014

OK / ওকে



Come tomorrow Ok? 
Same time. Same place. 
No, wait not the same place. He may be there. 
Come over there..a few steps away from the paanipuri wala..that place where I found you smoking the first day. 
Yes, yes that’s the place where you were waiting for me when I was pretending to be loyal to my boyfriend. 
Correct. That place. Yes it’s the same place. Yes, that’s where I usually lie. 
Yeah, I kinda pretend first, then I lie, then I get over it and change the topic..and then it’s all ok. 
It’s perfectly ok. Arrey, I am telling you naa.. It’s all ok...Are you ok?

**


ওকে বলো ও.কে. বললেই সমস্ত ঠিক আছে এমনটি নয়। সাহেবের ওকে’র তেজ আর বাঙালির ওকের তেজ এক নয়। সাহেবের ওকে মশাল, বাঙালির ওকে পিদিম। সাহেবের ওকে তরবারি, বাঙালির ওকে খুন্তি। সাহবের ওকে জলভরা সন্দেশ, বাঙালির ওকে নকুলদানা। টেক্সচারে ফারাক রয়েছে। সাহেব ওকে বললে মানে বিলকুল ঠিক, বাঙালির ওকেতে সন্দিহান ঠিক রয়েছে। তফাৎ ইজ দেয়ার।

“আই অ্যাম ওকে, বাট ললিতা, ওকে আজ চলে যেতে বল না”। এই হল বাঙালির ওকের উচ্চতা।

“হ্যালো মা! চিন্তা করো না! হ্যাঁ। আমি। আরে অ্যাম ওকে! কেন যে এত চিন্তা কর! এ সামান্য দু’দিনের শরীর খারাপ। আলসার। ডাক্তার বলছে মাস খানেক রেস্ট্রিকশনে থাকলেই সব ঠিক হয়ে যাবে”, নির্দয় বায়প্সি রিপোর্ট হাতে ফোনের ওপার পুত্রের স্নেহময় আকুতি। হি ইজ নট ওকে ইউ নো।

Friday, December 19, 2014

Random / এলোপাথাড়ি


A man walks into CCD
Somewhere a missile misses it’s target
A little girl cries as she is up from sleep early
A 70 year old learns how to use Facebook
A 19 year old’s college application gets rejected
A job offer goes to the wrong person
A cricketer hits a century
Someone’s heart breaks
A dog chases a thief
A bank gets a new manager
A village sees light for the first time
A waiter gets his tip
The planet is saved

**

এলোপাথাড়ির ভাবনারা ভালো। এলোপাথাড়ি চুমুরা সরেস। এলোপাথাড়ি ক্রস ব্যাটের শট যদি খাপেখাপ পড়ে তবে তাও বেশ। এমন কি ওই যে এলোপাথাড়ি আড্ডার গপ্প? কেমন চমৎকার। সরল এলোপাথাড়ি খিস্তিতে বুক হালকা হয়। এলোপাথাড়ি বেসুরো সুরে গমগমে বাথরুমের চেয়ে বড় জলসা আর হয় না। ছন্দ এলোপাথাড়ি হয়ে পড়লে নাকি কবিতারা আধুনিক হয়। মদের আসরে এলোপাথাড়ি পেগ; নাজুক। শান্তির থালা থেকে তুলে আনা ভাত-ডাল চটকানো এলোপাথাড়ি দলাগুলো; আদর আর কাকে বলে।
কিন্তু এ দুনিয়ার সমস্ত ভালোবাসাটুকুর সঙ্গে আমরা কত সহজে গদ্দারি করতে পারি; কত সহজে এলোপাথাড়ি গুলিরা ছড়িয়ে পড়ে স্কুলের আনাচে কানাচে।  
   

Friday, December 12, 2014

Come Again / আবার এসো


“Thanks for your time, so I assume there is a budget for this marketing exercise?”

“Come again..”



“There is an allocated budget for this engagement..right?”


“Engage what? No No..Come again”


“The spend for hiring people to get the job done..I hope it’s approved?”


“People...hiring..? Hello Hello..I think there is a disturbance in the line..Can you come again?”


“Can you hear me now?”


“Umm ..Yes”


“Do you have a budget to go ahead with?”


“Hmmm?”


“Yes, there is a disturbance indeed Sir”.


**

ভাই শীত, এক মাঘে কেটে না পড়ে আবার এসো।বাজে আড্ডার মেজাজ বয়েসে কপচে না টেঁসে আবার এসো।

আবার এসে পড়াটা ভালো ব্যাপার। বিকেলের চায়ের প্লেটের পাশে দ্বিতীয় রাউন্ডের ফুলুরিদের এসে পড়াটা যেমন। পুজো মণ্ডপের ভিড়ে নীলচে তাঁতের শাড়ি পরা মেয়েটির নরম হাসির শব্দ, আঁচলের খসখস; কানে-বুকে আবার এসো।যে কোন আবার এসে পড়ার মধ্যে একটা চিরঞ্জিতি উত্থান আছে। 
  



মগনলালের মত দাঁত কেলিয়ে নয়। সন্দীপের ফেলু মিত্র হয়ে নয়। সত্যজিতের ফেলু মিত্তির ও লালমোহনের “আচ্ছা মশাই” মিলিয়ে আবার এসো। আড্ডা হবে। দিদার হাতে বানানো নারকেল নাড়ু হয়ে আবার এসো, আব্দারে গপ্প-গাছায় দিন কেটে যাবে। আবার এসো।