Friday, December 12, 2014

Come Again / আবার এসো


“Thanks for your time, so I assume there is a budget for this marketing exercise?”

“Come again..”



“There is an allocated budget for this engagement..right?”


“Engage what? No No..Come again”


“The spend for hiring people to get the job done..I hope it’s approved?”


“People...hiring..? Hello Hello..I think there is a disturbance in the line..Can you come again?”


“Can you hear me now?”


“Umm ..Yes”


“Do you have a budget to go ahead with?”


“Hmmm?”


“Yes, there is a disturbance indeed Sir”.


**

ভাই শীত, এক মাঘে কেটে না পড়ে আবার এসো।বাজে আড্ডার মেজাজ বয়েসে কপচে না টেঁসে আবার এসো।

আবার এসে পড়াটা ভালো ব্যাপার। বিকেলের চায়ের প্লেটের পাশে দ্বিতীয় রাউন্ডের ফুলুরিদের এসে পড়াটা যেমন। পুজো মণ্ডপের ভিড়ে নীলচে তাঁতের শাড়ি পরা মেয়েটির নরম হাসির শব্দ, আঁচলের খসখস; কানে-বুকে আবার এসো।যে কোন আবার এসে পড়ার মধ্যে একটা চিরঞ্জিতি উত্থান আছে। 
  



মগনলালের মত দাঁত কেলিয়ে নয়। সন্দীপের ফেলু মিত্র হয়ে নয়। সত্যজিতের ফেলু মিত্তির ও লালমোহনের “আচ্ছা মশাই” মিলিয়ে আবার এসো। আড্ডা হবে। দিদার হাতে বানানো নারকেল নাড়ু হয়ে আবার এসো, আব্দারে গপ্প-গাছায় দিন কেটে যাবে। আবার এসো।  

No comments:

Post a Comment